স্টিভেনসন স্ক্রীন |
এটি
ঝিলিমিলি যুক্ত কাঠের বাক্স । এর মধ্যে সাধারণত থার্মোমিটার(উষ্ণতা মাপার যন্ত্র)
ও হাইগ্রোমিটার(আর্দ্রতা মাপার যন্ত্র) রাখা হয় , তবে বর্তমান কালে এতে ডিউসেল (শিশিরাঙ্কমাপার যন্ত্র), সাইক্রোমিটার(সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের প্রদত্তপরিসংখ্যানের পার্থক্য নির্দেশক যন্ত্র), থারমোগ্রাফ(তাপ, আর্দ্রতা নির্দেশক)
এছাড়া ব্যারোমিটারও(বায়ুর চাপ মাপার যন্ত্র) রাখা হয় । এই বাক্সটি ঝিলিমিলি যুক্ত
ও চার থেকে সাত ফিট মাটির
উপরে থাকে বলে এর সাহায্যে সূর্যের তাপ ও বৃষ্টিপাতের সমস্যা মুক্ত ভাবে বায়ুর উষ্ণতা ,আর্দ্রতা ও অন্যান্য পরিসংখ্যান গ্রহণ করা যায় । বিজ্ঞানী থমাস স্টিভেনসন এই বাক্সটির নক্সা করেন বলে , এটি স্টিভেনসন স্ক্রীন নামেই পরিচিতি লাভ করেছে ।
উপরে থাকে বলে এর সাহায্যে সূর্যের তাপ ও বৃষ্টিপাতের সমস্যা মুক্ত ভাবে বায়ুর উষ্ণতা ,আর্দ্রতা ও অন্যান্য পরিসংখ্যান গ্রহণ করা যায় । বিজ্ঞানী থমাস স্টিভেনসন এই বাক্সটির নক্সা করেন বলে , এটি স্টিভেনসন স্ক্রীন নামেই পরিচিতি লাভ করেছে ।
স্টিভেনসন স্ক্রীন |