পৃষ্ঠা

স্বাগতম। আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য । আমাদের ব্লগে মতামত জানাতে মেল করুন "shikhyajagot@gmail.com" ঠিকানায় । ২৫/০৯/২০১৩, ধন্যবাদ

বিষয় খুজেতে এখানে লিখুন

Tuesday, October 1, 2013

পৃথিবীর উৎপত্তি

পৃথিবী সৃষ্টির প্রকৃত কারন সম্পর্কে এখনও কোনো সর্বজন গ্রাহ্য মতবাদ নেই । তবে যে সব মতবাদ পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানীদের কাছে জনপ্রিয় হয়েছিল সেগুলি যেমন - 

নীহারিকা মতবাদ / Nebular Hypothesis(Fig :- 

নীহারিকা বা Nebula(e.g. Helix Nebula-Fig) ,শব্দটি  ল্যাটিন ভাষা থেকে সৃষ্ট যার অর্থ কুয়াশা বা মেঘ । জ্যোতির্বিদ্যায় মহাকাশের উজ্জ্বল বস্তু সমূহের সমন্বয়ে গঠিত পুজ্ঞিভূত রুপকে বলা হয় নীহারিকা ।
এমানুয়েল স্বডেনবার্গ সুইডিশ বিজ্ঞানী এমানুয়েল স্বেডেনবার্গ ১৭৩৪ সালে তার "Principia - The First Principles of Natural Things" গ্রন্থের "Solar and Planetary Nebular Matter" প্রবন্ধে সৌরজগত সৃষ্টি রহস্যের কারন ব্যাখ্যা করতে সর্বপ্রথম এই তত্ত্বটির প্রকাশ করেন।  বিজ্ঞানী স্বেডেনবার্গ  ২৯শে জানুয়ারী, ১৬৮৮ সালে ষ্টকহোমে জন্মগ্রহন করেন । বহুল জনপ্রিয় এই নীহারিকা তত্ত্বটি বর্তমানে Solar Nebular Disk Model (SNDM) অথবা সরল ভাবে Solar Nebular Model নামেও খ্যাত।   


জর্জ ডি বুফন এর মতবাদঃ-  

জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ ছিলেন একজন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ,জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ । ১৭০৭ সালের ৭ই সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এই বিজ্ঞানী  ১৭৭৮ সালে তাঁর “Les époques de la nature” গ্রন্থে সৌর জগত তথা পৃথিবী সৃষ্টি সম্পর্কে মতবাদ প্রকাশ করেন । তাঁর মতে অতীতের কোন এক সময় বিশালাকার এক ধূমকেতু সূর্যের কাছাকাছি আসায় সূর্য থেকে কিছু অংশ খুলে যায় , কিন্তু ধূমকেতুটি দ্রুত বেগে অন্যত্র চলে যাওয়ায় সূর্য থেকে খুলে যাওয়া অংশ গুলি পরবর্তী
কালে সূর্যের চারপাশেই ঘুরতে শুরু করে এবং সে গুলিই ধীরে ধীরে নানা গ্রহ উপগ্রহে পরিণত হয় ।  অর্থাৎ গ্রহ উপগ্রহ গুলি সূর্যের উপাদান দিয়েই তৈরি । বিজ্ঞানী বুফন / বুফোঁ পরীক্ষাগারে লোহার শীতলতার হার পরীক্ষা করে নির্ণয় করেন পৃথিবীর বয়স প্রায় ৭৫০০০ বছর এবং এটি প্রায় ৪০০৪ বি সি পূর্বে সৃষ্ট । কিছু কিছু বিজ্ঞানী বুফেনের মতবাদকে গুরুত্ব দিলেও এটি সর্বজনগ্রাহ্য হয়নি । তবে তাঁর মতবাদের সূত্র ধরেই পরবর্তী কালে বিজ্ঞানী চেম্বারলিন ও মুল্টনের গ্রহকনিকা মতবাদ বা আপাত সংঘর্ষ সুত্রের জন্ম হয় ।    






 >>> অবশিষ্ট অংশ শীঘ্রই প্রকাশিত হবে ।  


 তথ্যসূত্র ও সহায়ক পাঠঃ- 
* প্রাকৃতিক ভূগোল - মোহাম্মদ নজরুল ইসলাম , আইডিয়াল লাইব্রেরী , ঢাকা । 
* আধুনিক ভূমিরুপ বিজ্ঞান - ডঃ সুভাষ রঞ্জন বসু , ডঃ রামকৃষ্ণ মাইতি , নবোদয় পাবলিকেশন্স কলকাতা 
* Physical Geography - Enayat Ahmad, 1982, Kalyani Publishers, Delhi-110035, Page:01-20.
* AN OUTLINE OF GEOMORPHOLOGY - The Physical Basis of Geography - S.W.Wooldridge and R.S.Morgan,1937, India - Sixth Impression -1999, ORIENT LONGMAN LIMITED, HYDERABAD, INDIA, Page:01-07.
* Fundamentals of Physical Geography - Majid Husain, 2nd Edition2002, Rawat Publications, Jaipur, India, Page:25-41.
* THE ORIGIN OF THE EARTH - W.J.McCallien  
A Review of Theories on the Origin of the Earth - Willem J. Luyten 
Essay on The Nebular Hypothesis of Immanuel Kant
Nebular hypothesis
The Origin of the Solar System 
Immanuel Kant
Emanuel Swedenborg An 18 century cosmologist - By:-Gregory L.       Baker, "THE PHYSICS TEACHER" OCTOBER 1983 , Page- 441-446 

* * * *