পৃষ্ঠা

স্বাগতম। আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য । আমাদের ব্লগে মতামত জানাতে মেল করুন "shikhyajagot@gmail.com" ঠিকানায় । ২৫/০৯/২০১৩, ধন্যবাদ

বিষয় খুজেতে এখানে লিখুন

Monday, July 3, 2023

ভূগোলের সংজ্ঞা দাও?

ভূগোলঃ- ভূগোলের ইংরেজি প্রতিশব্দ Geography শব্দটি গ্রীক ভাষার "Geographia" থেকে এসেছে। এক্ষেত্রে 'Geo' শব্দের অর্থ পৃথিবী এবং 'Graphy' শব্দের অর্থ বর্ণনা। গ্রিক পন্ডিত এরাটস্থেনিস সর্বপ্রথম এই Geographia শব্দটি ব্যবহার করেন। প্রাচীন ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার হয় আর্যভট্টের 'সূর্য সিদ্ধান্ত' গ্রন্থে। মানুষের বাসস্থান হিসেবে পৃথিবীর বিবরণ বা বর্ণনাকে বলা হয় ভূগোল।

সংজ্ঞাঃ - বিভিন্ন ভৌগোলিকদের মতে ভূগোলের সংজ্ঞাগুলো যেমন -

আলেকজান্ডার ভন হামবোল্টঃ- ভৌগলিক আলেকজান্ডার ভন হামবোল্টের 'Kosmos' গ্রন্থ অনুসারে - ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান যেখানে পৃথিবীতে লক্ষ্য করা যায় এমন সব বস্তু সম্পর্কে চর্চা ও বর্ণনা করা।

রিটারঃ- ভৌগোলক রিটারের মতে ভূগোল হল বিজ্ঞানের সেই শাখা যা সমস্ত পৃথিবীর বিষয়, বৈশিষ্ট্য ও সম্পর্ককে একটি স্বাধীন একক হিসেবে দেখে।

ম্যাকিন্ডারঃ- ম্যাকিন্ডারের মতে - ভূগোল এমন একটি শাস্ত্র যার প্রধান আলোচ্য বিষয় হল সমাজবদ্ধ মানুষ এবং পরিবেশের স্থানীয় পরিবর্তনশীলতা ।

পিটার হ্যাগেটঃ-  ভৌগোলিক পিটার হ্যাগেটের মতে - ভূপৃষ্ঠকে মানব গোষ্ঠীর বসবাসের দেশ হিসেবে যে শাস্ত্র পর্যালোচনা করে তাকে ভূগোল বলে। 

স্ট্র্যাবোঃ- ভৌগোলিক স্ট্র্যাবোর "Geographica" গ্রন্থ অনুসারে - ভূগোল পৃথিবীর জলভাগ ও স্থলভাগের জীব সম্পর্কে জ্ঞান দান করে ও পৃথিবীর আঞ্চলিক বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে।

টলেমিঃ- টলেমির মতে - ভূগোলের উদ্দেশ্য হল অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর চিত্র প্রদান।

ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা কর।

ভূগোলের লক্ষ্য বা উদ্দেশ্যঃ