পৃষ্ঠা

স্বাগতম। আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য । আমাদের ব্লগে মতামত জানাতে মেল করুন "shikhyajagot@gmail.com" ঠিকানায় । ২৫/০৯/২০১৩, ধন্যবাদ

বিষয় খুজেতে এখানে লিখুন

Wednesday, August 15, 2018

Isoline - সমমান রেখা


সংজ্ঞাঃ- ভূপৃষ্ঠীয় উচ্চতা , বায়ুমন্ডলীয় উষ্ণতা , চাপ, বৃষ্টিপাত অথবা অন্য কোন বিষয়ের সমান মান বিশিষ্ট স্থান গুলিকে মানচিত্রে কোন কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হলে সেই কাল্পনিক রেখাকে বলা হয় সমমান রেখা বা Isoline  .
  এখানে Iso শব্দের অর্থ সমান আর Line শব্দের অর্থ রেখা ।
সমমান রেখা গুলি পরস্পর সমান্তরাল এবং এগুলি সাধারনত একে অপরকে কখনই ছেদ করে না তবে ভৃগু ও জলপ্রপাতের ক্ষেত্রে ভিন্ন মানের রেখা গুলি পরস্পরে স্পর্শ করে থাকে ।
প্রকারভেদঃ-
১) সমোন্নতি রেখা (Contour)  
২) সমোষ্ণরেখা (Isotherm)
৩) সমচাপ বা সমপ্রেষ রেখা (Isobar)
৪) সমবর্ষণ রেখা (Isohyet)
৫) সমলবনতা রেখা (Isohaline)
৬) সমমেঘ রেখা (Isoneph)
৭) সমুদ্রের সমগভীরতা রেখা (Isobath)
৮) ভূ গর্ভস্থ সমোষ্ণরেখা (Isogeotherm)
৯) সমভূকম্পীয় তীব্রতা রেখা (Isoseismal)
১০) পরিবহনের সমসময় রেখা (Isochrone) , প্রভৃতি ।
গুরুত্বঃ-
১) সমমান রেখা মানচিত্রের দ্বারা কোন স্থানের উচ্চতা, উষ্ণতা , বায়ুচাপ , বৃষ্টিপাত সম্পর্কে জানা যায় ।
২) কোন স্থানে সড়কপথ অথবা রেলপথ স্থাপনের সময় সমমান বা সমোন্নতি রেখা বিশিষ্ট টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে বিভিন্ন স্থানের উচ্চতার পার্থক্য জানা যায় ।
৩) বাঁধ নির্মাণ , সেতু নির্মাণ , খাল খনন , বন্যা নিয়ন্ত্রন বা কলকারখানা স্থাপনের জন্যও সমমান মানচিত্রের গুরুত্ব রয়েছে ।
৪) আবহাওয়ার পূর্বাভাষ দেওয়া ।
৫) পাইপ লাইন স্থাপনে সুবিধা । প্রভৃতি ।
 আন্তঃক্ষেপণ বা  Interpolation পদ্ধতিতে সমমান মানচিত্র অঙ্কন পদ্ধতি ......