পৃষ্ঠা

স্বাগতম। আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য । আমাদের ব্লগে মতামত জানাতে মেল করুন "shikhyajagot@gmail.com" ঠিকানায় । ২৫/০৯/২০১৩, ধন্যবাদ

বিষয় খুজেতে এখানে লিখুন

Monday, October 8, 2018

লাতিন আমেরিকা

#পরিচয় - 
              উত্তর , মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের রোমানীয় ভাষা মূলত স্পেনীয়, ফরাসী ও পর্তুগিজ ভাষা সমৃদ্ধ দেশ গুলি একত্রে লাতিন আমেরিকা নামে পরিচিত ।

#দেশ সমূহ - 
                উত্তর আমেরিকার ১ টি দেশ - মেক্সিকো
                ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি দেশ - কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র
                মধ্য আমেরিকার ৬টি দেশ - পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হুন্ডুরাস, নিকারাগুয়া এবং কোস্টারিকা
          দক্ষিণ আমেরিকার ১০টি দেশ - আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা

# শব্দটির প্রথম ব্যবহার - 
                                   চিলির রাজনীতিবিদ ফ্রান্সিসকো বিলবাও ১৮৫৬ সালে "Initiative of the America. Idea for a Federal Congress of Republics" শীর্ষক সম্মেলনে "Latin America" শব্দটি প্রথম ব্যবহার করেন ।
# গুরুত্বপূর্ণ শহর সমূহ - 
                                    মেক্সিকোর মেক্সিকো সিটি, কারাকাস, গুয়াদালাহারা , ব্রাজিলের সাঁউ পাউলু , বেলো হরিজন্তে, রিয়ো দি জানেইরু, আর্জেন্টিনার বুয়েনোস আইরেস, পেরুর লিমা, কলম্বিয়ার বোগোতা, চিলির সান্তিয়াগো প্রভৃতি ।

No comments: