পৃষ্ঠা

স্বাগতম। আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা একান্ত কাম্য । আমাদের ব্লগে মতামত জানাতে মেল করুন "shikhyajagot@gmail.com" ঠিকানায় । ২৫/০৯/২০১৩, ধন্যবাদ

বিষয় খুজেতে এখানে লিখুন

Saturday, October 6, 2018

কর্ডিলেরা কী ?

উত্তরঃ- বিভিন্ন উচ্চতার পাহাড় পর্বত বিশিষ্ট বিস্তীর্ণ পার্বত্য ভূভাগকে কর্ডিলেরা বলে । 'কর্ডিলেরা' শব্দটি  স্প্যানিশ কর্ডিলা ("কর্ড," বা "দড়ি") থেকে এসেছে । কর্ডিলেরায় পাহাড় পর্বত সাধারণত সমান্তরাল বা প্রায় সমান্তরাল ভাবে অবস্থান করে । আমেরিকা ও ইউরেশিয়ার

এক বিশেষ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হল কর্ডিলেরা । বিভিন্ন কর্ডিলেরা গুলি যেমন - উত্তর ইরানের এলবোর্জ কর্ডিলে্রা , লাওস এবং পূর্ব ভিয়েতনামের অ্যানামিস কর্ডিলেরা , কানাডীয় অঞ্চলে আর্কটিক দ্বীপপুঞ্জের উত্তর-পূর্ব প্রান্ত বরাবর অবস্থিত আর্কটিক কর্ডিলেরা, স্পেনের বেইটিক কর্ডিলেরা , নিউ গিনি উচ্চভূমি বা সেন্ট্রাল কর্ডিলেরা, ফিলিপাইনের কর্ডিলেরা প্রশাসনিক অঞ্চল (Cordillera Administrative Region - CAR), ভেনিজুয়েলার কর্ডিলের দে মরিদা, দক্ষিণ আমেরিকার কর্ডিলেরা দে লস এন্ডিস, চিলিয়ান কোস্ট রেঞ্জ বা কর্ডিলেরা দে লা কোস্টা , গ্রেট ডিভিডিং রেঞ্জ বা পূর্ব অস্ট্রেলিয়ান কর্ডিলেরা, মেক্সিকান কর্ডিলেরা, উত্তর আমেরিকান কর্ডিলেরা ,
কর্ডিলেরা সেন্ট্রাল, বেশ কয়েকটি পর্বত রেঞ্জ এই নামে পরিচিত , যেমন -  ফিলিপাইনের কর্ডিলেরা সেন্ট্রাল (লুজন) , স্পেনের কর্ডিলেরা সেন্ট্রাল,  কোস্টারিকার কর্ডিলেরা সেন্ট্রাল, বলিভিয়ার কর্ডিলের সেন্ট্রাল , প্রভৃতি ।

No comments: